Panel Saw
নিখুঁতভাবে বোর্ড অথবা কাঠ কাটার জন্য ব্যবহার করা হয় স্লাইডিং প্যানেল স মেশিন। এখন মূল প্রশ্ন আসে প্যানেল স মেশিন কেন ব্যবহার করবো অথবা প্যানেল স মেশিনের দাম কত? আসুন জেনে নেই প্যানেল ‘স’ মেশিন সম্পর্কে বিস্তারিত।
প্যানেল ‘স’ মেশিন ব্যবহার করা হয় মূলত বোর্ড কাটার জন্য। সে জন্য এই মেশিনকে অনেকেই বোর্ড কাটিং মেশিন বলেন। প্যানেল ‘স’ মেশিন গুলো সাইজে অনেক বড় হয়। এটার সাধারণত ৩২৫০ x ৩১৫০ x ৯০০ মিমিঃ সাইজ এর হয় । যে সাইজটি একটি বোর্ড কাটার যথাযথ। কারণ বোর্ডের সাইজ হয় ৪ ফিট x ৮ ফিট।
প্রথম বিষয়টি হলো এই মেশিনের সাথে একটি স্লাইডিং সিস্টেম থাকে যেটার সাইজ সাধারণত ৩২০০ মিমিঃ x ১২৫০ মিমিঃ সাইজের হয়।এই স্লাইডিং খুবই মসৃন ভাবে সামনে পিছনে আগানো পেঁচানো যায়। বোর্ড কাটার সময় মেশিনের ভাইব্রেশন হয়। এই ভাইব্রেশন এর জন্য কাটিং কোয়ালিটি খারাপ হয়ে যায়। প্যানেল ‘স’ মেশিনে ক্ল্যাম্পিং করে মেশিনের ভাইব্রেশন রোধ করে, এই স্লাইডিং এর সাহায্যে আপনি বোর্ড মেশিনের সাথে আটকিয়ে অনায়াসে নিখুঁত ভাবে কাটতে পারবেন।
দ্বিতীয় বিষয় হলো যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। বোর্ড কাটিং এর সময় সবচেয়ে বেশি সমস্যা হয় যেটি সেটি হলো কাটিং আরসময় বোর্ডের এজিং এ চটা ধরে উঠে যায়। কাটিং মসৃন হয় না। সেটার জন্য ফার্নিচার এর কোয়ালিটি অনেক খারাপ হয়। প্যানেল ‘স’ মেশিন ব্যবহার করে এই সমস্যা সমাধান করা যায়। প্যানেল ‘স’ মেশিন দুইটি সার্কুলার ‘স’ ব্লেড দিয়ে বোর্ড কাটিং করে। একটি হলো ১২ ইঞ্চি সাইজ এর সার্কুলার ‘স’ ব্লেড যেটাকে মেইন সার্কুলার ব্লেড বলে। অন্য সার্কুলার ব্লেডটি ছোট হয় যার সাইজ ৫ ইঞ্চি। মেশিনে এই দুইটি ব্লেড সমান্তরাল ভাবে লাগানো থাকে। কাটিং করার জন্য স্লাইডিং সামনের দিকে আগালে স্কোরিং ব্লেড প্রথমে আসে। স্কোরিং ব্লেড কাজ হলো বোর্ডের উপরে অল্প গভীরতায় কেটে দেয়। এরপর আর একটু সামনের দিকে আগালে মেইন ব্লেড সম্পূর্ণরুপে কেটে দেয়। প্রাথমিক পর্যায়ে স্কোরিং ব্লেড অল্প গভীরতায় কাটার কারণে বোর্ডের এজিং এ কোনো প্রকার চটা উঠে না। বোর্ড নিখুঁত ভাবে কেটে যায়।
তৃতীয়ত বিষয় হলো প্যানেল ‘স’ মেশিনের সাহায্যে নিখুঁতভাবে ৪৫° পর্যন্ত অ্যাঙ্গেল করে বোর্ড কাটিং করা যায়। ৪৫° পর্যন্ত অ্যাঙ্গেল করার জন্য স্কেল সহ হুইল অথবা ডিজিটাল মিটার থাকে যার জন্য আপনি বুজতে পারবেন ব্লেড কি পরিমাপে অ্যাঙ্গেল হয়েছে। ব্লেড যে পরিমাপে অ্যাঙ্গেল হবে কাটিং ও সেই অনুযায়ী হবে।
চতুর্থত প্যানেল ‘স’ মেশিনের সামনে এবং পিছনে একুরেট স্কেল থাকে যার জন্য উভয় পাশ থেকে সঠিক মাপে বোর্ড কাটিং করা যায়। এছাড়া এই মেশিনে ব্লেড উপরে নিচে উঠানোর স্কেল সহ হ্যান্ডেল অথবা ডিজিটাল মিটার থাকে। যার জন্য ব্লেড কত মিলিঃ উপরে বা নিচে নামানো হলো তার সঠিক পরিমাপ করা যায়।
ভালো প্যানেল ‘স’ মেশিন চেনার উপায় :
সঠিক প্যানেল ‘স’ মেশিন নির্বাচনের ক্ষেত্রে কিছু বিষয় খেয়াল করা প্রয়োজন। মেশিন কেনার পূর্বে দেখে নিন মেশিনের সর্বোচ্চ কাটিং ক্যাপাসিটি। মেশিনের গাইড রেল এবং ফেন্স এর কোয়ালিটি নিশ্চিত করুন। মেশিনের ডাস্ট বের হওয়ার কি সিস্টেম আছে সেটি দেখে নিন। মেশিনের সেফটি গার্ড অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। মেশিনটি এমন হওয়া উচিত যেন মেশিন সহজে রক্ষণাবেক্ষন করা যায়। মেশিন কেনার সময় স্কেল একুরেট ভাবে লাগানো আছে কিনা সেটা দেখে নিতে হবে। এঙ্গেল কাটিং এর ক্ষেত্রে হুইল অথবা ডিজিটাল মিটার ঠিক মতো কাজ করে কিনা সেটা চেক করে নিতে পারেন। মেশিনের সাথে মোটর কত কিলোওয়াট এবং মতো কোন কমানোর সেটা দেখে নেওয়া বাঞ্চনীয়। একইভাবে সার্কুলার ‘স’ ব্লেড ওঠা নামার ক্ষেত্রে হুইল ঠিক মতো কাজ করে কিনা সেটা দেখতে হবে। সব চেয়ে গুরুপূর্ণ বিষয় হলো স্লাইডিং এর কোয়ালিটি চেক করতে হবে এবং স্লাইডিং এর স্মুথনেস দেখতে হবে। স্লাইডিং সামনে পিছনে যদি মসৃন ভাবে না যাওয়া আসা করে তাহলে বুজতে হবে ওই স্লাইডিং এর সমস্যা আছে।
প্যানেল ‘স’ মেশিনের দাম :
বাংলাদেশের মার্কেট অনুযায়ী বিভিন্ন দামের প্যানেল ‘স’ মেশিন পাওয়া যায়। মেশিনের কনফিগারেশন, কোয়ালিটি এবং অরিজিন এর উপর ভিত্তি করে মেশিনের দাম বিভিন্ন হয়। তবে মোটামুটি ভালো কোয়ালিটির মেশিনেই দাম ৩.৫ লক্ষ টাকা থেকে শুরু হয়। এছাড়া এই মেশিন বাংলাদেশের মার্কেটে ৭ লক্ষ টাকাও দেখতে পাওয়া যায়।
প্যানেল স মেশিনের কাজের উপর ভিত্তি করে মেশিনের সাইজের ভিন্নতা থাকতে পারে। আবার প্যানেল স মেশিন দিয়ে বোর্ডের সাথে সাথে কাঠ ও কাটা যায়। এক্ষেত্রে স্কোরিং’স’ খুলে রাখতে হয়। সেক্ষেত্রে আবার ১৪” সার্কুলার ‘স’ ব্লেড মেশিনের সাথে লাগানো যায়। প্যানেল ‘স’ মেশিন আসলে দ্রুত ও বেশি প্রোডাকশন এর জন্য ব্যবহার করা হয়। বাংলাদেশের বাজারে যে সকল মেশিন পাওয়া যায় সেগুলো থেকে একটু দেখে শুনে এবং বুঝে মেশিন কিনলে ভালো মেশিন পথ সম্ভব। মেশিন সম্পর্কে আরও বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।
Showing the single result