• 01816966966

  • Dhaka, Bangladesh

importance of production plan

কিভাবে প্রোডাকশন প্ল্যান করতে হয় ? উৎপাদন বৃদ্ধি কিভাবে প্রোডাকশন প্ল্যানের ভূমিকা

প্রোডাক্ট কোয়ালিটি এবং উৎপাদন বৃদ্ধি করতে প্রোডাকশন প্ল্যান

যে ফ্যাক্টরির প্রোডাকশন প্ল্যান যত ভালো সেই ফ্যাক্টরির লাভবান হওয়ার সম্ভাবনা তত বেশি।সেই সাথে প্রোডাক্ট এর গুণগত মান ঠিক রেখে উৎপাদন বৃদ্ধি করতে প্রয়োজন প্রোডাকশন প্ল্যান। ভাবছেন কেন?  চলুন জেনে নেই কিভাবে প্রোডাকশন প্ল্যান করতে হয় ? উৎপাদন বৃদ্ধি কিভাবে প্রোডাকশন প্ল্যানের ভূমিকা।

– প্রোডাকশন প্ল্যান করার জন্য আপনাকে প্রথমে চিন্তা করতে হবে আপনার প্রোডাক্ট সম্পর্কে অর্থাৎ আপনি কি প্রোডাক্ট তৈরি করবেন এবং প্রোডাকশন ভলিউম ঠিক করে নিতে হবে।

– প্রোডাক্ট এবং প্রোডাকশন ক্যাপাসিটি অনুযায়ী আপনাকে দক্ষ জনবল এবং সেই অনুযায়ী মেশিনের বিষয়ে চিন্তা করতে হবে।

– মেশিন এবং জনবল সিলেকশন হওয়ার পরে সে সকল জনবল কিভাবে কাজে লাগাবেন সে বিষয়ে নিশ্চিত করতে হবে।

– কয়টি মেশিন প্রয়োজন এবং মেশিন গুলো কোথায় বসবে এবং কোন মেসিনের পরে কোন মেশিন বসবে সেই লাইন নিশ্চিত করতে হবে।  এক্ষেত্রে ভালো হয় যদি মেশিনের লে আউট প্লানিং তৈরী করে নিতে পারেন।

production plan

–   প্রডাক্ট প্লানিং  তৈরী করা সময় মাথায় রাখতে হবে। কোন জায়গা থেকে কাজ শুরু হবে এবং কোন জায়গা থেকে ফাইনাল প্রোডাকশন বের হবে। এর ভিতরে  কোথায় প্রোডাক্ট স্ট্যাকিং করতে হবে সেটা নির্ধারণ করতে হবে। প্রোডাক্ট এর ফেলে দেওয়া অংশ বা আবর্জনা এমনভাবে রাখতে হবে যেন সেগুলো এলোমেলো  না থাকে। সেগুলোর জন্য  অবশ্যই নির্ধারিত জায়গা রাখতে হবে।

– প্রডাক্ট প্লানিং থাকতে হবে এবং প্লানিং অনুযায়ী ফ্যাক্টরীতে কাজের প্ল্যান করতে হবে।  এক ধরণের কাজের ভিতরে যেন অন্য কাজ না ঢুকে পরে।

– একটি আদর্শ ফ্যাক্টরিতে যদি প্রডাক্ট প্লানিং থাকে তার উপর বেজ করে অনেক গুলো সিদ্ধান্ত নেওয়া যায় যেমন:- ফ্যাক্টরীর প্রডাকশন কেপাসিটি এবং যেই প্রডাক্ট ওয়াইজ মেনুফেকচারিং টাইম যা আপনার ফ্যাক্টরিকে প্রডাক্টিভ বানাতে অনেক সহযোগিতা করবে।

-কাঁচামাল কোথায় রাখতে হবে তার জন্য নির্ধারিত জায়গা রাখতে হবে এবং কমপ্লিট প্রডাক্ট সংরক্ষণের নির্ধারিত জায়গা থাকতে হবে।

সর্বোপরি একটি প্রোডাকশন প্ল্যান মূলত প্রোডাক্ট এর উপর নির্ভর করে।  প্রোডাক্ট এর পর ভিত্তি করে প্রোডাকশন প্ল্যানের পরিবর্তন হতে পারে।  তবে মূল বিষয় হলো প্রোডাক্ট যাই হোক না কেন প্রোডাকশন প্ল্যান করতে হবে। প্রোডাকশন প্ল্যান বিষয়ক যেকোন সহযোগিতার জন্য যোগাযোগ করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *