- by machine_lagbe
- 0
- Posted on
- 23
আধুনিক উপায়ে কাঠের দরজা তৈরী
”স’ মিল থেকে কাঠ কাটিং করে আনার পর সেটা ক্যামিক্যাল ট্রিটমেন্ট ও সিজনিং করে কাঠকে ফ্যাক্টরীতে নিয়ে আসা হয় প্রোডাকশন এর জন্য। আজকের পোস্টে আমরা জানবো ফ্যাক্টরিতে আধুনিক উপায়ে কাঠের দরজা তৈরী সম্পর্কে।
দরজা বিভিন্ন রকম ডিজাইন এবং বিভিন্ন সাইজ এর হয়। যেমন সিঙ্গেল দরজা, ডাবল বা দুই পাল্লার দরজা। সলিড ডোর,প্যানেল ডোর, ইত্যাদি। দরজার সাইজ ও বিভিন্ন রকম হয় , যেমনঃ ৩৩” x ৮১”, ৩৬”x ৮১”, ৩৯” x ৮১”, ৪২” x ৮১”,ইত্যাদি।
সার্কুলার স মেশিন :
সার্কুলার ‘স’ মেশিনে কাঠ কাটা প্রসঙ্গে : দরজা তৈরির ক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী কাঠ কে সাইজ করা হয়। একটি দরজা প্রথমত দুই ভাগে বিভক্ত। দরজার ফ্রেম বা বাজু এবং ভিতরের অংশ। দরজার বাজুর সাইজ সাধারণত ৬ ইঞ্চি হয় এবং লম্বায় দরজার সাইজ অনুযায়ী হয়। দরজার ভিতরের অংশে যে কাঠ ব্যবহার করা হয় তা চওড়ায় ৫”, ৬”, ৭”, ৮” ইঞ্চি হয়ে থাকে। কাঠের সাইজ অনুযায়ী সার্কুলার মেশিনে কাঠ কেটে নেওয়া হয়।
সারফেস প্লেনার মেশিন :
জয়েন্টার মেশিনে কাঠ রান্দা করা প্রসঙ্গে : কাঠ কাটিং এর পর কাঠ অমসৃণ অবস্থায় থাকে , কাঠ এর চার পাশের মধ্যে দুই পাশ জয়েন্টার মেশিন দিয়ে কাঠ এর উপরের ২/৩ মিলিমিটার কাঠ কে চেঁছে ফেলে দেয় এবং কাঠ জয়েনিং এর ক্ষেত্রে কাঠ কে রান্দা করা হয়।
থিকনেস প্লেনার মেশিন
থিকনেস প্লেনার মেশিন বা কাঠ সাইজ করা প্রসঙ্গে : কাঠ কে রান্দা করার পর সব গুলো কাঠের পুরুত্ব বা থিকনেস একটি নির্দিষ্ট মাপে নিতে হয় (যেমন দরজার ক্ষেত্রে বেশিরভাগ সময় ১ ইঞ্চি , ১.৫ ইঞ্চি, বা ১.৭৫ ইঞ্চি ও করা হয়) যার জন্য থিকনেস প্লেনার মেশিন এ দেওয়া হয়।
স্পিন্ডল মোল্ডার মেশিন :
মোল্ডার মেশিন এ কাঠ ফিঙ্গারিং বা জয়েন করানোর প্রসঙ্গে : সলিড ডোর এবং পেনেল ডোর এর উপর ডিপেন্ড করে কাঠের অনেক রকম জয়েন্ট যেমন আল বাজু জয়েন্ট,ফিঙ্গার জয়েন্ট, এ ছাড়া চৌকাঠে বিট তোলা ,রাবিট দেয়া সহ আরো অনেক কাজ করার জন্য ব্যবহার করা হয় মোল্ডার মেশিন।
চিজেল মর্টাইজার মেশিন :
চিজেল মর্টাইজার / বিন মেশিন বা ছিদ্র করার মেশিন প্রসঙ্গে: কিছু কিছু দরজা তৈরির ক্ষেত্রে দুই কাঠ জয়েন্ট করার জন্য আল বিন জয়েন্ট করা হয় যেখানে আল করা হয় মোল্ডার মেশিনে এবং বিন করার জন্য ব্যাবহার করা হয় বিন মেশিন এবং জয়েন্ট টা আরো মজবুত করতে কাঠের ভিতরে খিল প্রবেশ করানো হয়। তবে কিছু কিছু দরজা তৈরী তে বিন মেশিন এর প্রয়োজন হয় না।
এই পাঁচটি মেশিনে কাজ শেষ করার পরে কাঠের অংশ গুলো জয়েন্ট করে আঠা লাগিয়ে ক্ল্যামপিস্ট দিয়ে চাপ দিয়ে রেখে গ্লু বা আঠা লাগানোর জন্য রাখা হয়। এরপর কাঠ এর উপর থেকে বাড়তি আঠা ফেলে দেয়া হয় এবং স্যান্ডিং মেশিন বা হ্যান্ড সেন্ডিং মেশিন দিয়ে দরজা কে স্যান্ডিং করে ফিনিশিং করা হয়। এরপর বিভিন্ন রকমের ডিজাইন অনুযায়ী হ্যান্ড রাউটার বা সি এন সি রাউটার মেশিনে ডিজাইন করে দরজা ডেলিভারির জন্য উপযোগী করে তলা হয়। দরজার ইন্ডাস্ট্রিতে আসলে অনেক রকম দরজা আছে। সেই অনুযায়ী দরজা তৈরির প্রক্রিয়াতে ও কিছু ভিন্নতা রয়েছে আবার অনেকে নিজের প্রয়োজন বা সুবিধা অনুযায়ী দরজা তৈরির প্রক্রিয়াতে নিজের মত করে কাজ করেন। আধুনিক উপায়ে কাঠের দরজা তৈরী আরও অনেক প্রসেস রয়েছে তবে এখানে দরজা তৈরির একটি ব্যাসিক প্রক্রিয়া দেয়া হয়েছে।
দরজা প্রস্তুত করতে যে কোন ধরণের পরামর্শ বা সমাধানের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।