Profile Edge Bander

লেমিনেটেড বোর্ড অথবা মেলামাইন বোর্ড ব্যবহার করে যারা ফার্নিচার তৈরী করেন, ফার্নিচার এর ভালো কোয়ালিটি রাখতে প্রোফাইল এজিং মেশিন বা এজ বেন্ডিং মেশিন তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি মেশিন। অনেকই জানতে চান প্রোফাইল এজিং মেশিন এর দাম কত ? এজ বেন্ডিং মেশিন ব্যবহার এর উপকারিতা কি ? আসুন জেনে নেই এ সম্পর্কে বিস্তারিত।
বোর্ডের ফার্নিটারে কাজ করা জন্য বোর্ডকে ছোট বড় বিভিন্ন অংশে কাটা হয়। মেলামাইন বা লেমিনেটেড বোর্ড দিয়ে প্রস্তুতকৃত যেকোন ফার্নিচার এর জন্য এর দীর্ঘস্থায়ী ব্যবহার এর পাশাপাশি বাহ্যিক সৌন্দর্য অপরিহার্য একটি বিষয়। মেলামাইন বা লেমিনেটেড বোর্ডের উপরে এবং নিচে বিশেষ শক্ত পেপার দিয়ে আটকানো থাকলেও এর চারপাশ খোলা থাকে। এই চারপাশ ভালোভাবে টেপ দিয়ে না আটকালে জলীয় বাষ্পের সংস্পর্শে এসে বোর্ডের উপযোগিতা নষ্ট করে দেয় এবং দেখতেও খারাপ লাগে। সে জন্য বোর্ডের চারপাশে এজিং করা বা টেপ লাগানো আবশ্যকীয়।

এজ বেন্ডিং কি ?
বোর্ডের ফার্নিচার তৈরিতে প্রথম কাজ হলো প্রয়োজন অনুযায়ী বোর্ড কাটিং করা। বোর্ড কাটিং হওয়ার বোর্ডের চারপাশ উন্মুক্ত থাকে। এই চারপাশ নির্দিষ্ট কোনো টেপ বা ফিতা দিয়ে আঠা দিয়ে আটকিয়ে দিতে হয়। এই প্রসেসকে বলা হয় এজ বেন্ডিং। যে মেশিন দিয়ে এজ বেন্ডিং করা হয় তাকে বলে এজ বেন্ডার মেশিন।

এজ বেন্ডার মেশিন কত প্রকার :
সবচেয়ে বেশি ব্যবহৃত এজ বেন্ডার মেশিন মূলত দুই প্রকার : প্রোফাইল এজ বেন্ডার মেশিন এবং অটো স্ট্রেইট এজ বেন্ডার মেশিন।

প্রোফাইল এজ বেন্ডার মেশিন ছোট বড় সকল ধরণের কারখানার জন্য একটি অত্যাবশ্যকীয় মেশিন। এই মেশিন দিয়ে বোর্ডের সোজা বা গোলাকার অথবা আঁকাবাঁকা সব ধরণের এজিং করা যায়। তবে এজিং লাগানোর পরেও এর উপরে এবং নিচে বাড়তি কিছু অংশ থেকে যায়। যেটি ম্যানুয়ালি অথবা হ্যান্ড ট্রিমার দিয়ে কাটতে হয়। তবে কিছু স্বল্প পরিসরে এই এমসিনের একটি উপদেশ ভার্শন ব্যবহার করা শুরু হয়েছে যে মেশিনে রাউন্ড এজিং এর সাথে ট্রিমার সিস্টেম থাকে। তবে মেশিনটির দাম বেশি এবং প্রোডাকশন ক্যাপাসিটি তুলনামূলক কম হওয়ার জন্য মেশিনটির ব্যবহার কম। এছাড়া ৪৫°এঙ্গেল করার প্রোফাইল এজিং মেশিন আছে সেটি দিয়ে ক্রস এঙ্গেল বা ৪৫° এঙ্গেল এজিং করতে পারবেন। এই কাজের উদাহরণ হলো হ্যান্ডেল সিস্টেম ড্রয়ার।
এজিং সম্পর্কিত যেকোন সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করতে পারেন। সমাধান হয়ে যাবে ইন-সা-আল্লাহ।

Showing the single result