• 01816966966

  • Dhaka, Bangladesh

Profile Edge Bander Machine

  • curve edge bander machine price

    Specification:

    Working Table Size : 950*750mm
    Mini Radius Of Banding: 20mm
    Heating Power : 1.8kw
    Feeding Power: 0.2kw(0.18kw)
    Total Power: 2kw
    Air Pressure: 0.4-0.5Mpa
    Speed Adjustment: Step less speed
    Feeding Speed: 1-15m/min
    Counting Form: Counter
    Application Range: flexion melamine paper/veneer/plastic
    Edge Thickness: 0.3-3mm
    Edge Width: 8-50mm
    Shape Of Working: straight, curved
    Machine Size: 1000*830*1000mm

    Read more

প্রোফাইল এজ বেন্ডার মেশিন । প্রোফাইল এজিং মেশিন এর দাম কত । এজ বেন্ডিং মেশিন ব্যবহার এর উপকারিতা কি?

লেমিনেটেড বোর্ড অথবা মেলামাইন বোর্ড ব্যবহার করে যারা ফার্নিচার তৈরী করেন, ফার্নিচার এর ভালো কোয়ালিটি রাখতে প্রোফাইল এজ বেন্ডার মেশিন বা এজ বেন্ডিং মেশিন তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি মেশিন। অনেকই জানতে চান প্রোফাইল এজিং মেশিন এর দাম কত ? এজ বেন্ডিং মেশিন ব্যবহার এর উপকারিতা কি ? আসুন জেনে নেই এ সম্পর্কে বিস্তারিত।

বোর্ডের ফার্নিটারে কাজ করা জন্য বোর্ডকে ছোট বড় বিভিন্ন অংশে কাটা হয়। মেলামাইন বা লেমিনেটেড বোর্ড দিয়ে প্রস্তুতকৃত যেকোন ফার্নিচার এর জন্য এর দীর্ঘস্থায়ী ব্যবহার এর পাশাপাশি বাহ্যিক সৌন্দর্য অপরিহার্য একটি বিষয়। মেলামাইন বা লেমিনেটেড বোর্ডের উপরে এবং নিচে বিশেষ শক্ত পেপার দিয়ে আটকানো থাকলেও এর চারপাশ খোলা থাকে। এই চারপাশ ভালোভাবে টেপ দিয়ে না আটকালে জলীয় বাষ্পের সংস্পর্শে এসে বোর্ডের উপযোগিতা নষ্ট করে দেয় এবং দেখতেও খারাপ লাগে। সে জন্য বোর্ডের চারপাশে এজিং করা বা টেপ লাগানো আবশ্যকীয়।

এজ বেন্ডিং কি ?

বোর্ডের ফার্নিচার তৈরিতে প্রথম কাজ হলো প্রয়োজন অনুযায়ী বোর্ড কাটিং করা। বোর্ড কাটিং হওয়ার বোর্ডের চারপাশ উন্মুক্ত থাকে। এই চারপাশ নির্দিষ্ট কোনো টেপ বা ফিতা দিয়ে আঠা দিয়ে আটকিয়ে দিতে হয়। এই প্রসেসকে বলা হয় এজ বেন্ডিং। যে মেশিন দিয়ে এজ বেন্ডিং করা হয় তাকে বলে এজ বেন্ডার মেশিন

এজ বেন্ডার মেশিন কত প্রকার :

সবচেয়ে বেশি ব্যবহৃত এজ বেন্ডার মেশিন মূলত দুই প্রকার : প্রোফাইল এজ বেন্ডার মেশিন এবং অটো স্ট্রেইট এজ বেন্ডার মেশিন।

প্রোফাইল এজ বেন্ডার মেশিন ছোট বড় সকল ধরণের কারখানার জন্য একটি অত্যাবশ্যকীয় মেশিন। এই মেশিন দিয়ে বোর্ডের সোজা বা গোলাকার অথবা আঁকাবাঁকা সব ধরণের এজিং করা যায়। তবে এজিং লাগানোর পরেও এর উপরে এবং নিচে বাড়তি কিছু অংশ থেকে যায়। যেটি ম্যানুয়ালি অথবা হ্যান্ড ট্রিমার দিয়ে কাটতে হয়। তবে কিছু স্বল্প পরিসরে এই এমসিনের একটি উপদেশ ভার্শন ব্যবহার করা শুরু হয়েছে যে মেশিনে রাউন্ড এজিং এর সাথে ট্রিমার সিস্টেম থাকে। তবে মেশিনটির দাম বেশি এবং প্রোডাকশন ক্যাপাসিটি তুলনামূলক কম হওয়ার জন্য মেশিনটির ব্যবহার কম। এছাড়া ৪৫° এঙ্গেল করার প্রোফাইল এজিং মেশিন আছে সেটি দিয়ে ক্রস এঙ্গেল বা ৪৫° এঙ্গেল এজিং করতে পারবেন। এই কাজের উদাহরণ হলো হ্যান্ডেল সিস্টেম ড্রয়ার।

এজিং টেপ এবং আঠা : প্রোডাক্ট এ এজিং করার সময় ভালো কোয়ালিটির এজিং ব্যবহার করুন , না হলে এজিং করার সময় টেপ নষ্ট হয়ে যেতে পারে। এজিং টেপ কেনার পূর্বে টেপের স্পেসিফিকেশন ভালো ভাবে জেনে নেওয়া বাঞ্চনীয়। প্রতিটি টেপের সাথে যে স্পেসিফিকেশন দেয়া থাকে সেখানে টেপের বিবরণ এবং কিভাবে এডজিং করলে টেপ নষ্ট না হয়ে ভালো ভাবে এজিং হবে সে বিষয়ে বিস্তারিত লেখা থাকে। যদি লেখা না থাকে তাহলে বিক্রেতার সাথে এ বিষয় গুলো না নিয়ে আলোচনা করতে পারেন।
ভালো এজিং এর অন্যতম গুরুত্বপূর্ণ একটি উপাদান হলো আঠা। আঠা বিভিন্ন গ্রেড এর হয়। তবে বাংলাদেশে সবচেয়ে বেশি ১৪০ গ্রেড, ১৬০ গ্রেড এবং ১৮০ গ্রেড এর আঠা বেশি ব্যবহৃত হয়। গ্রেড বলতে আসলে বোঝায় এটি কত ডিগ্রি তাপমাত্রায় গলবে। যেমন ১৪০ গ্রেড এর আঠা মানে হলো এই আঠা ১৪০ ডিগ্রি তাপমাত্রায় গলবে। ভালো কোয়ালিটির আঠা অবশ্যই ব্যবহার করতে হবে না হলে এজিং ঠিক মত লাগবে না। এবং এটি বেশি দিন স্থায়ী হবে না। ফার্নিচার ব্যবহার এর কিছুদিনের মধ্যে এজিং খুলে আসবে। ভালো কোয়ালিটির আঠা সঠিক তাপমাত্রায় গলে যাবে এবং বোর্ডের সাথে সব জায়গায় সমানভেবে লাগে যাবে এবং টিঁকবেও দিনের পর দিন।
প্রোফাইল এজিং মেশিন এর দাম কত?
বাজারে অনেক ধরণের প্রোফাইল এজ বেন্ডার মেশিন প্রচলিত আছে। যেগুলোর দাম ৮০ হাজার টাকা থেকে শুরু করে ২.৫ লক্ষ টাকা পর্যন্ত আছে। তবে যে প্রোফাইল এজ বেন্ডার মেশিনের সাথে ট্রিমার সিস্টেম আছে সেগুলোর দাম ৭ লক্ষ টাকার মত।

এজিং সম্পর্কিত যেকোন সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করতে পারেন। সমাধান হয়ে যাবে ইন-সা-আল্লাহ।