• 01816966966

  • Dhaka, Bangladesh

best way to solve sanding problem

স্যান্ডিং এর সমস্যা এবং তার সমাধান

ফার্নিচার এর সৌন্দর্য নির্ভর করে স্যান্ডিং এর উপর , যেই ফার্নিচার যত ভালো ভাবে স্যান্ডিং করা হয় সেটা ততো বেশি সুন্দর দেখা যাবে। নরমালি স্যান্ডিং এর মাধ্যমে কাঠ এর উপরের কোনো দাগ বা খসখসে ভাব থাকলে তা দূর হয়ে মসৃণ হয়ে যায়। যার ফলে প্রোডাক্ট টি দেখতে ভালো লাগে। আজকের এই পোস্টে আমরা জানবো স্যান্ডিং এর সমস্যা এবং তার সমাধান বিষয়ে।

প্রথমে জানি স্যান্ডিং কিভাবে করতে হয়।

স্যান্ডিং সাধারণত ২ ভাবে করা যায়
১= ম্যানুয়ালি (হাতে শিরিষ কাগজ দিয়ে ) ।
২= অটোমেটিক ( বিভিন্ন মেশিন এর মাদ্ধমে ।
স্যান্ডিং এর জন্য বিভিন্ন পেপার এর গ্রেড হয়ে থাকে যেমন ৪০ গ্রেড থেকে ৬০০ গ্রেড ।
যদি ভারী কোন সেন্ডিং এর কাজ করা হয় সেক্ষেত্রে ৬০ বা ৮০ গ্রেড এর কাগজ ব্যবহার করতে হবে , যদি ফিনিশিং হয় সেক্ষেত্রে ১২০ , ১৮০ এটা ক্রমান্বয়ে বাড়তে থাকবে।
ম্যানুয়ালি যখন হাতে স্যান্ডিং করবে তখন খেয়াল রাখতে হবে যে যেন খুব বেশি প্রেসার না পরে ঠিক তেমনি মেশিন এর বেলায় ও পেপার এর প্রেসার ঠিক রেখে কাজ করতে হবে। ছোট ছোট নকশা করা কাজ এর ক্ষেত্রে পেপার কে হাত এর মাদ্ধমে স্যান্ডিং করে ফিনিসিং করতে হয় এবং বড়ো কাজ যেমন দরজা এর ক্ষেত্রে তা খুব তাড়াতাড়ি করার জন্য বড়ো স্যান্ডিং মেশিন ব্যবহার করতে হয়. এছাড়া ও ছোট ছোট কিছু স্যান্ডিং মেশিন আছে যেগুলো দিয়ে খুব অল্প সময় এ অধিক প্রোডাক্ট স্যান্ডিং করে ফিনিশিং করা যায়।

স্যান্ডিং সমস্যার সমাধান

স্যান্ডিং না করার ফলাফল

স্যান্ডিং এর পরে এ যেকোনো প্রোডাক্ট কে লেকার বা বার্নিশ করা হয়ে থাকে যদি সেন্ডিং ভালো ভাবে না করে থাকে তাহলে ওই প্রোডাক্ট খুব সহজে এ বিক্রি হবে না এবং দেখতে ও অসুন্দর দেখাবে।
তাই সকল প্রোডাক্ট এ স্যান্ডিং করে ফিনিশিং করে তারপর লেকার বা বার্নিশ করা অত্যাবশ্যক। স্যান্ডিং বিষয়ক যে কোন সমস্যার সমাধান পেতে যোগাযোগ করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *